রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর, ভোট ইভিএমে

ইসি সচিরেব ব্রিফিং। ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সব ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

কোনো ধরনের বিরতি ছাড়াই ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলেও জানান ইসি সচিব।

Comments

The Daily Star  | English
Bangladesh 2025-26 budget

Budget to shrink amid fiscal strain

Bangladesh’s interim government is preparing to unveil a rare contractionary budget on June 2, driven by a sharp rise in interest payment that is crowding out fiscal space and forcing spending cuts.

12h ago