মিরপুরে আলপিন-আলামিন গ্রুপের ১৪ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী এলাকা থেকে আলপিন-আলামিন গ্রুপের প্রধান আল-আমিনসহ ১৪ 'ছিনতাইকারী'কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

আজ সোমবার র‌্যাব-৪ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো.  জিয়াউর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আরফিন ওরফে আলপিন (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), মো. তানভির হোসেন (২২), মো. রাকিব (২০), মো. শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), মো. খাইরুল ইসলাম (১৮), মো. আমির ফয়সাল (১৮), মো. আল আমিন মৃধা (২২), মো. শরিফুল মৃধা (২০), মো. সজিব হোসেন (২১) ও মো. জিসান মিয়া।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের নেতা আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০/১৫ জন ও আল-আমিন গ্রুপের নেতা আল আমিনের নেতৃত্বে ৬/৭ জন রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানাসহ আশে-পাশের কয়েকটি স্থানে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি-চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র ছিনতাই করে আসছিল।

এতে আরও বলা হয়, তারা কখনো কখনো ভুক্তভোগীদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করতো।

র‌্যাব কর্মকর্তা মো.  জিয়াউর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বিকালে রাজধানীর শাহ আলী ও দারুস সালাম থানার দিয়াবাড়ির মোড়ে পাকা রাস্তার ওপর পৃথক অভিযানে ৩ চাকু, ২ ছুরি, ২ টিএসএস পাইপ, ১৫ মোবাইল, ১৫ সিম কার্ড ও নগদ ৩৫ হাজার টাকাসহ ১৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

44m ago