বাসা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষকের মরদেহ উদ্ধার

রোকসানা খানম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক পদে চাকরি করেন। তাদের কোনো সন্তান নেই।'

ওসি নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রোকসানার স্বামী যশোরেই থাকেন। মাঝেমধ্যে কুষ্টিয়ায় আসেন। রোকসানা একা বাসায় থাকতেন। মাঝেমধ্যে শাশুড়ি তার সঙ্গে থাকতেন। তিনিও কয়েকদিন ধরে ঢাকায়। বাসায় একা ছিলেন রোকসানা। সকালে তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, রোকসানা খুব ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল বলে জানা নেই।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English
Election Commission has proposed stricter amendments to the election law

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

10h ago