অপরাধ ও বিচার

কুমিল্লায় শিশু ধর্ষণের পরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর কুপিয়ে হত্যার অপরাধে ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর কুপিয়ে হত্যার অপরাধে ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন আইনজীবী প্রদীপ কুমার দত্ত। তিনি বলেন, ২০১৮ সালের ৫ মার্চ বাচ্চু মিয়া ও আমির হামজা ১০ এক শিশুকে ধর্ষণের পরে কুপিয়ে হত্যা করেন। শিশুটির শরীরে ১৩টি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

Comments