বকেয়া বিল ১৫০০ কোটি টাকা, সংযোগ বিচ্ছিন্নের অভিযানে তিতাস

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রায় দেড় হাজার কোটি টাকা বকেয়া বিল আদায়ে রাজধানীর কুড়িল এলাকায় বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

আজ সোমবার সকাল থেকে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়।

তিতাসের জেনারেল ম্যানেজার (রাজস্ব) রশিদুল আলম আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোবহানবাগ এলাকায় ২০০টি সংযোগ বিচ্ছিন্ন করেছি। আজ তিতাসের ৩০টি টিম কুড়িল এলাকায় অভিযান পরিচালনা করছে।'

বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বকেয়া বিল পরিশোধে নারাজ গ্রাহকদের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে বলেন জানান তিনি।

আগামী সপ্তাহে মিরপুরে বিল খেলাপিদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবো।'

Comments

The Daily Star  | English

‘No vote’ option: EC proposes amendments to RPO

Commission moves to expand law enforcement role in proposed RPO amendments

11m ago