ভারতের আইএফএফআই প্রতিযোগিতায় মনোনীত জয়ার ‘নকশীকাঁথার জমিন’

ছবি জয়া আহসানের ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত 'নকশীকাঁথার জমিন' সিনেমাটি ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

সিনেমাটি আইএফএফআইয়ের ৫৩তম আসরে ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ।

আগামী ২৫ নভেম্বর ভারতের গোয়াতে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে।

মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে ভারতের এই উৎসবে।

এ প্রসঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত। আমার জন্য এবং এই সিনেমার সবার জন্য অবশ্যই এটি আনন্দের। এটি সরকারি অনুদানের সিনেমা। বাংলাদেশ সরকারের জন্যও এটি একটি খুশির খবর।'

তিনি আরও বলেন, 'গান্ধী মেডেল পুরস্কারের জন্য মনোনীত হওয়া একটি বড় ঘটনা। ভারতের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব এটি। সেখানে আমাদের বাংলাদেশের সিনেমা থাকছে। মুক্তিযুদ্বের গল্পের সিনেমা থাকছে।'

নির্মাতা আকরাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবরটি জানার পর অসম্ভব ভালো লাগছে। বার বার করে হাসান আজিজুল হক স্যারকে মনে পড়ছে। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন। তাঁর উপন্যাস নিয়েই সিনেমাটি বানিয়েছি। সবচেয়ে বড় কথা এই সিনেমায় মহান মুক্তিযুদ্ধেরর কথা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধ কিছুটা অবহেলিত। স্বাধীনতার ৫০ বছরে আমাদের মুক্তিযুদ্ধের সিনেমা বড় একটি আন্তর্জাতিক উৎসবে মনোনীত হওয়ায় গর্ব হচ্ছে।'

এক প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, 'এই প্রতিযোগিতায় কান ও অস্কার মনোনীত সিনেমা অংশ নেয়। সেইসঙ্গে জুরিবোর্ডে যারা থাকেন তারা অসম্ভব স্ট্রং এবং বিশ্বখ্যাত। সেজন্যেই আমরা এত বেশি আনন্দিত।'

'অনেকেই মনে করেন সরকারি অনুদানের সিনেমা মানেই খুব একটা  সাড়া ফেলে না। কিন্তু এই সিনেমাটি প্রমাণ করেছে সরকারি অনুদানের সিনেমাও সম্মান আনতে পারে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

9h ago