হালদায় বিষ প্রয়োগে মাছ শিকার, একজনের কারাদণ্ড

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতরাত ২টার দিকে নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ আলমগীর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গড়দুয়ারা ইউনিয়নের হালদা রিসোর্স সেন্টার এলাকার নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় আলমগীরকে আটক করা হয়। তার কাছ থেকে বিষ প্রয়োগ করে ধরা কিছু চিংড়ি মাছও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।'

তিনি বলেন, '৩ জন মিলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন। গ্রাম পুলিশের সদস্যরা একজনকে আটক করতে পেরেছেন। আমরা তাৎক্ষণিক তাকে সাজা দিয়েছি। বাকিদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।'

বিষ প্রয়োগে মাছ শিকারের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, 'আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এক ধরনের ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা পানিতে মেশালে সেই পানিতে থাকা সব ধরনের প্রাণী অক্সিজেন স্বল্পতায় মারা যায়। মূলত সে ধরনের রাসায়নিক দিয়েই দুর্বৃত্তরা নদীতে মাছ শিকার করে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

9h ago