২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য চোখে দেখতে পাচ্ছেন

২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য চোখে দেখতে পাচ্ছেন
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আহত পুলিশ সদস্য মো. নুরে এ আজাদ। ছবি: শাহীন মোল্লা/স্টার

ফয়সল আরেফিন দীপন ও অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্য মো. নুরে এ আজাদ চোখে দেখতে পাচ্ছেন।

বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় নুরে এ আজাদের ছোট ভাই নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাইয়ের মুখে, মাথায় ও নাকে আঘাত লেগেছে। চোখে স্প্রে ছিটানোর পর তিনি দেখতে পারছিলেন না। এখন কিছুটা দেখতে পাচ্ছেন।'

'তার চোখের চিকিৎসা চলছে। ডাক্তাররা বলছেন, কী জাতীয় স্প্রে ছিটানো হয়েছে তা পরীক্ষার পর বোঝা যাবে,' বলেন তিনি।

এর আগে, আজ দুপুরে ফয়সল আরেফিন দীপন ও অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে আদালত প্রাঙ্গণ থেকে কয়েকজন সহযোগী ছিনিয়ে নেন। পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, কিল-ঘুষি মেরে ২ জঙ্গিকে ছিনিয়ে নেন তাদের সহযোগীরা।

ঘটনার পরপরই আহত পুলিশ সদস্য নুরে এ আজাদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago