ধার করা টাকায় আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন বাবু

আর্জেন্টিনার পতাকার রং
ধার করা টাকায় প্রিয় দল আর্জেন্টিনার জার্সির নীল-সাদায় বর্ণিল বাবু ইসলামের বসতবাড়ি। ছবি: সংগৃহীত

সামান্য আয়ে সংসারের নুন আনতে পান্তা ফুরায় বাবু ইসলামের। কিন্তু, কথায় বলে শখের দাম লাখ টাকা। তাই বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা জানাতে নীল-সাদা রঙে পুরো বাড়িটি রাঙিয়েছেন। এজন্য পেশায় রিকশাচালক বাবু ২০ হাজার টাকা ধারও করেছেন।

বাবু ইসলাম ( ২৮) নীলফামারী জেলার ডোমার পৌরসভার চিকনমাটি ঢুষাপাড়া গ্রামের বাসিন্দা। টিনের বেড়া আর টিনের দোচালা ঘর তার।

তিনি বলেন, 'অনেক চিন্তা-ভাবনা করে বাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেকে পতাকা টানিয়েছে কিন্তু, এলাকায় কেউই বসতবাড়িতে রঙ করেনি। কিন্তু, হাতে টাকা ছিল না। পরে একজনের কাছ থেকে টাকা ধার করি। তারপর শহরের বড় দোকান থেকে নীল আর সাদা রং ও ব্রাশ কিনি। এরপর ৩ দিন খেটে ছাদ থেকে মেঝে পর্যন্ত পুরো বাড়িটিকে রং করেছি।'

তার বাড়িটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকে নিছক পাগলামি বললেও অনেকে আবার প্রশংসাও করছেন।

বাবু ইসলামের বাড়ি দেখতে আসা এনায়েত হোসেন বলেন, 'রিকশাচালক বাবু ইসলাম দেখিয়ে দিল গরিব হলেও জীবনের আনন্দ উদযাপনে কখনো পিছপা হতে নেই। ছোট এ জীবনে বেঁচে থাকতে আনন্দই যেন সঞ্জীবনী সুধা।'

আর্জেন্টিনা কোথায় অবস্থিত জানতে চাইলে বাবু ইসলাম অকপটে বলেন, 'আমি জানি না। এসব নিয়ে আমার মাথাব্যথাও নেই। সে শুধু নামেই চিনি।'

ধারের এত টাকা সে কীভাবে শোধ দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রিকশা চালিয়ে যে আয় হবে তা থেকেই শোধ করব। এজন্য হয়তো পরিবারের সদস্যদের অনেক চাহিদা ছেঁটে ফেলতে হবে।'

Comments

The Daily Star  | English

Trump orders to double tariffs on Indian imports to 50%

Trump today ordered an additional 25 percent tariff on Indian goods over New Delhi's continued purchase of Russian oil

39m ago