সমালোচকদের কথা গোনায় ধরেন না ‘বুলেটপ্রুফ’ রোনালদো

Cristiano Ronaldo

মাঠের বাইরের একাধিক বিতর্কে ২০২২ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ফুটবলারে পরিণত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই ছিলেন সেরাদের কাতারে, কিন্তু পিয়ের্স মরগ্যানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারের পর তার দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। এবার জানালেন, সেসব একদম গায়ে মাখেন না তিনি।

রোববার সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস রোনালদোর পক্ষ নিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে বলেন, ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডকে সবসময়ই নিজের দলে পেতে চাইবেন তিনি ও কাতারে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার সে (রোনালদো)। আরও বলেন সমালোচকরা খুব সহজেই ভুলে যায় তার অর্জন। সোমবার পর্তুগালের অনুশীলন বেসে এক সংবাদ সম্মেলনে সাবেক সতীর্থের সঙ্গে সুর মেলান রোনালদো।

পর্তুগিজ তারকা বলেন, 'আমি ক্যাসিয়াসের সঙ্গে একমত ও আমি আশা করি সেটা (গোল্ডেন বুট জয়) করে দেখাতে ছোটখাটো সমালোচনা ছেঁটে ফেলছি। লাখো মানুষ আছে যারা আমাকে পছন্দ করে। সেটাই আমাকে অনুপ্রেরণা দেয়। সেটার জন্য কোন পয়সা লাগে না। বাচ্চাদের খুশি।'

অন্যরা কি ভাবে সেটা ভাবার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন রোনালদো, 'অন্যরা কি ভাবে সেটা দিয়ে আমার ভাবার দরকার নেই। আমি তখনই কথা বলি যখন আমি চাই। স্টাফ, খেলোয়াড় সবাই আমাকে চেনে, তারা জানে আমি কি ভাবি, ১১ বছর বয়স থেকেই তারা আমাকে চেনে, সমালোচনায় তারা প্রভাবিত হবে না।'

বিশ্বকাপের ঠিক আগে ব্রিটিশ সাংবাদিক মরগ্যানকে দেওয়া সেই সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড ও তাদের কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন রোনালদো। এতে তোলপাড় হয়ে যায় ফুটবল বিশ্ব, চমকে যান খেলোয়াড়রাও। তবে পর্তুগাল দলে তার সতীর্থদের এটা প্রভাবিত করেনি বলেই মনে করেন তিনি।

তার ব্যাপারে সতীর্থদের প্রশ্ন না করার অনুরোধও জানান সিআর সেভেন, 'দয়া করে খেলোয়াড়দের আমার ব্যাপারে প্রশ্ন করবেন না। বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করুন, আমি বুলেটপ্রুফ, আমার মনে রক্ষাকবচ আছে। আমার কোন সন্দেহ নেই যে এই সাম্প্রতিক পর্ব, সেই সাক্ষাৎকারটা এবং অন্য খেলোয়াড়দের সঙ্গে অন্য পর্বগুলো যেটা মাঝেমধ্যে ঘটে, এগুলো কখনও কখনও খেলোয়াড়কে নাড়িয়ে দিতে পারে তবে দলকে নয়।'

আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। সব সমালোচনাকে পাশ কাটিয়ে রোনালদো চিরচেনা রূপে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

এদিকে সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে তার একটি ভিডিও নিয়ে অনেক কথা হচ্ছে। দুজনের মধ্যে দূরত্বের ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। রোনালদো ব্যাখ্যা করে জানালেন, স্রেফ মজা করছিলেন তিনি, 'ব্রুনোর সঙ্গে সেদিন মজা করছিলাম। তার সঙ্গে আমার অসাধারণ সম্পর্ক।'

'তার ফ্লাইট দেরি করেছিল আমি মজা করে বলেছিলাম, "তুমি কি নৌকায় করে এলে নাকি"।'

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

47m ago