ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃত্যু বেড়ে ২৫২

ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পের পর এখনো ৩১ জন নিখোঁজ আছেন এবং এখন পর্যন্ত অন্তত ৩৭৭ জন আহত হয়েছেন।

একইসঙ্গে ৭ হাজার ৬০ জন মানুষ এ ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুসারে, সোমবার পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়। পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago