সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলন চলছে

দুপুর ১২টার পর থেকেই প্রবেশপথগুলোতে সারাদেশ থেকে আসা স্বাচিপের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/ স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন চলছে।

আজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর আড়াইটায় মূল সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই উদ্যানের প্রবেশপথগুলোতে সারাদেশ থেকে আসা স্বাচিপের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্বাচিপের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে যোগ দিতে আসা সদস্যরা বিভিন্ন রংয়ের পোশাক পরে, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। উদ্যানের প্রবেশপথগুলোতে লাইনে দাঁড়িয়ে সবাইকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

স্বাচিপের সর্বশেষ ও চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৩ নভেম্বর। সংগঠনটির গঠণতন্ত্র অনুযায়ী প্রতি ৫ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা যথাসময়ে আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বাচিপ নেতারা।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago