বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে:  সমবায়মন্ত্রী

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম
মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি শুধু সমালোচনা করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, 'বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় এই দলটি। বিএনপির ধারণা আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দিবেন।'

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আওয়ামী লীগকে স্বীকার না করেন, আওয়ামী লীগের উন্নয়নকে স্বীকৃতি দিবেন।'

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

2h ago