বন্ধুর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, কারাগারে ৩

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরিশালে বন্ধুর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় মসজিদের ইমাম, মাদ্রাসার এক শিক্ষক ও এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন-বরিশাল নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের জামিয়া কাসিমিয়া মাদ্রাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার গাঙ্গুলি বাড়ি মোড় এলাকার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী হৃদয় ফকির।

ওসি জানান, ভুক্তভোগী ছাত্রী মামলা করার পর রোববার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত হৃদয় ফকির তার বন্ধু সায়মনের বন্ধু। হৃদয়ের ফোন পেয়ে গত ২৮ আগস্ট তার বাসায় যান ওই ছাত্রী। সেখানে অভিযুক্ত ৩ জন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ও ভিডিওধারণ করেন।

ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা পরে আবার তাকে ধর্ষণ করে এবং হুমকি দিয়ে টাকা দাবি করে।

পরে গতকাল রোববার তিনি এ বিষয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দেন।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago