চট্টগ্রামের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঞ্চে প্রবেশ করে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভ্যর্থনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পলোগ্রাউন্ডে দলীয় জনসভায় ভাষণ দিতে সমাবেশ মঞ্চে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন।

সমাবেশ মঞ্চে আসার পর তাকে ফুল ও করতালির মাধ্যমে বরণ করেন দলের নেতা-কর্মীরা।

প্রায় ১১ বছর পর পলোগ্রাউন্ডে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তাকে স্বাগত জানিয়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দৃষ্টিনন্দন তোরণে সেজেছে চট্টগ্রাম।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago