যে  কারণে চঞ্চল চৌধুরী লিখলেন ‘কী? ভয় পাইছিস?’

হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, হুরররে……আনন্দ সংবাদ!!!

হাওয়া-হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে। কী? ভয় পাইছিস?

অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে এই স্ট্যাটাস লেখার কারণ, ভারতে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি। 

আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। সিনেমার প্রযোজনা সংস্থা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে। 

ভারতের রিল্যায়েন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল গ্রুপে শেয়ার করা হয়েছে মুক্তির বিষয়টি। 

কিছুদিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে 'হাওয়া'। সেখানে ছিল দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সে সময়ে অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

'হাওয়া' সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সিনেমাটি।

'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago