‘পদাতিক’ নিয়ে লন্ডনের পথে চঞ্চল চৌধুরী

‘একজন শিল্পী হিসেবে এটা সত্যিই ভালো লাগার।’
চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত

ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির 'পদাতিক' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। মুক্তির আগেই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। সেজন্য লন্ডন যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জি।

আজ বুধবার সকালে তারা লন্ডনের উদ্দেশে রওনা দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চঞ্চল চৌধুরী বলেন, 'খবরটি অবশ্যই আনন্দের। মুক্তির আগেই পদাতিক একটি উৎসবে দেখানো হবে। একজন শিল্পী হিসেবে এটা সত্যিই ভালো লাগার।'

'লন্ডনে পদাতিক সিনেমার তিনটি প্রদর্শন হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি', বলেন তিনি।

পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি বলেন, 'মৃণাল সেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক। এইরকম একজন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় পাওয়া।'

পরিচালক সৃজিত মুখার্জির প্রসঙ্গে তিনি বলেন, 'পদাতিক সিনেমার শুটিংয়ের কিছুদিন আগে আমার আব্বা মারা যান। এটা সৃজিত জানতেন। কাজেই শুটিং চলাকালীন যেরকম মানসিক সাপোর্ট তিনি দিয়েছেন, সত্যিই তা সারাজীবন মনে রাখার মতো।'

গতকাল ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২। এবার 'হাওয়া' সিনেমার জন্য  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। এবারসহ মোট তিনবার তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে রাষ্ট্রীয় এই সম্মান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক প্রসঙ্গে তিনি বলেন, 'এই মুগ্ধতা ও ভালোলাগার শেষ নেই। ভীষণ ভালো লাগছে।'

Comments