পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়, মাঠে নয়: হানিফ

সাভারের রেডিও কলোনি মাঠে আওয়ামী লীগের জনসভা। ছবি: শেখ তাজুল ইসলাম/স্টার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শুনলাম বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু, পদত্যাগ করতে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, মাঠে নয়।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এ সরকার এরশাদের সরকার নয়, এ সরকার খালেদা জিয়ার সরকার নয়। এ সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না।'

'আমি বিএনপিকে বলেছিলাম জোশে বেহুশ হইয়েন না। পরে, পুলিশের হাত-পা ধরা লাগবে। অনেক হয়েছে আপনাদের আন্দোলন। এখন বাড়ি যেয়ে বিশ্রাম নিন,' বলেন তিনি।

আজ দুপুর ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল ১০টা থেকে দলে দলে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে আসেন।

জনসভায় উপস্থিত আছেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ স্থানীয় নেতারা।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago