চীন থেকে এলো পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫টি কোচ

বাংলাদেশের পাঠানোর উদ্দেশ্যে চীনের তিয়ানজিন সমুদ্রবন্দরে রেলের কোচ জাহাজে তোলা হয়। ছবি: চায়না ডেইলি

চীন থেকে কেনা ১৫টি রেল কোচ দেশে এসেছে। এই কোচগুলো পদ্মা সেতু রেল প্রকল্পে ব্যবহার করা হবে।

জাহাজে আসা এসব কোচ আজ রোববার চট্টগ্রাম বন্দর থেকে রেলওয়ের ওয়ার্কসপে নেওয়া হয়েছে।

পদ্মা সেতু রেল প্রকল্পের সিএমই তাবাচ্ছুম বিনতে ইসলাম বলেন, প্রথম ধাপে ১৫টি কোচ আমরা পেয়েছি। আগামী বছরের জুনের মধ্যে আমরা ১০০টি কোচ পেয়ে যাব।

তিনি বলেন, বিশেষ ব্যবস্থা এসব কোচ চট্টগ্রাম থেকে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কসপে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলো ঢাকায় পাঠানো হবে। পরবর্তী এসব কোচ দিয়ে পদ্মা সেতু রেলপথে যাত্রী পরিবহন করা হবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ।

পদ্মা সেতু নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

15h ago