বাংলাদেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। সারা পৃথিবীর পত্র-পত্রিকা প্রতিদিন নিউজ করছে, বাংলাদেশ সারা পৃথিবীর জন্য বিস্ময়। উন্নয়নের জন্য সারা পৃথিবীর জন্য মাইলফলক, একটি রোল মডেল।

আজ রোববার সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি স্বাধীন হয়েছে। ওই রাজাকার আলবদর এবং তাদেরকে লালন করে বিএনপি। এই জঙ্গিরা মিলে, এই ধর্মান্ধরা মিলে এবং এই স্বাধীনতাবিরোধী শক্তি মিলে পাকিস্তানি ধারায় এই দেশ চালাতে চায়। এই দেশটাকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, অকার্যকর করতে চায়। সেটি তারা চাইলেও হবে না। এদেশের জনগণ এটা মোকাবিলা করবে। আমরাও জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব।'

তিনি আরও বলেন, 'জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে পবিত্র সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। বিএনপি কী চাইলো আর না চাইলো সে অনুযায়ী চলবে না। দেশ চলবে পবিত্র সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার অধিকার জননেত্রী শেখ হাসিনারও নেই, কোনো ক্ষমতা নেই। কারো এখানে কোনো দায়িত্ব নাই। সংবিধান আমাদের সর্বোচ্চ বিধান। সেটি মেনেই আমাদের চলতে হবে।'

'শেখ হাসিনা তো পদত্যাগ করতে পারবেন না। আমাদের সংবিধানে আছে, যে সরকার ক্ষমতায় থাকবে তাদের অধীনে নির্বাচন হবে,' বলেন তিনি।

আগামী ২৪ ডিসেম্বর বিএনপিসহ বিভিন্ন দলের ডাকা আন্দোলন নিয়ে তিনি বলেন, 'সবাই জানে বিএনপি-জামায়াত-হেফাজত যাই বলেন সবই একই বৃন্তে। এরা ধর্মীয় জঙ্গি, এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র। কিন্তু, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে টিকে থাকবে।'

     

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago