সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে সরাসরি সম্প্রচারের সময় সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এক পুলিশ সদস্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাত থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য জানান।

ফারুক হোসেন বলেন, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করলে কনস্টেবল মো. শাহিনুর অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago