তথ্যের জন্য ফেসবুক-গুগল-টিকটকের কাছে সরকারের অনুরোধ বাড়ছে

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ফেসবুক, গুগল ও টিকটকসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর কাছে পোস্ট ও ভিডিও অপসারণ এবং ব্যবহারকারীর তথ্য জানতে বাংলাদেশ সরকারের অনুরোধ।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে এ বছর ১ হাজার ১৭১ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে।

সরকার এই ৬ মাসের মধ্যে ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্যের জন্য ৬৫৯টি অনুরোধ পাঠিয়েছে। এর জবাবে ফেসবুক ৬৬ দশমিক শূন্য ১ শতাংশ ব্যবহারকারীর তথ্যের বিষয়ে সরকারের অনুরোধের উত্তর দিয়েছে।

এর আগে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার মোট ৫২৫টি অনুরোধ পাঠিয়েছিল। এর মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ৬৬ দশমিক ৮৬ শতাংশের উত্তর দিয়েছিল।

২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য গুগল প্রকাশিত ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, সরকার টেক জায়ান্ট গুগলকে এই ৩ মাসে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার জন্য ৭০৭টি অনুরোধ করেছে, যার মধ্যে মানহানির অভিযোগে ৪৪৫টি ও সরকারের সমালোচনার অভিযোগে ১৭৫টি ভিডিও ডিলিট করার অনুরোধ করা হয়েছে।

এর আগে, সরকার ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এ ধরনের মোট ৫৯৯টি অনুরোধ পাঠিয়েছিল।

টিকটক থেকে ১ হাজার ৯২৩টি ভিডিও ও ৮০টি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বাংলাদেশ সরকার মোট ৮৬টি অনুরোধ করেছে।

এসব অনুরোধের বিপরীতে টিকটক তাদের প্ল্যাটফর্ম থেকে ৬৫৯টি ভিডিও ও ৬টি অ্যাকাউন্ট ডিলিট করেছে।

এর আগে, সরকার টিকটক থেকে ১৬টি অ্যাকাউন্ট ডিলিট জন্য ৫টি অনুরোধ পাঠিয়েছিল, যার মধ্যে ৬টি অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছিল প্রতিষ্ঠানটির নির্দেশিকা লঙ্ঘনের কারণে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago