অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ২৩ জেলে আটক
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন অংশ থেকে ২৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ।
অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার দায়ে রোববার সকাল থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের আটক করা হয়।
বন বিভাগ বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুর আলমের নেতৃত্বে বনকর্মীরা সাতক্ষীরা রেঞ্জের মাইটের খাল, তালপট্টি, পাগড়াতলীর চর ও আঠারবেঁকী এলাকা হতে তাদের আটক করে। এ সময় ৩টি ইঞ্জিনচালিত ট্রলারসহ ১০টি নৌকা ও জাল জব্দ করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, সোমবার সকালে তালপট্টি, পাগড়াতলীর চর ও আঠারবেঁকী এলাকা থেকে ১০টি নৌকা ও ১টি ট্রলারসহ ১৭ জনকে আটক করা হয়। আটক জেলেরা সাতক্ষীরার শ্যামনগর থানার টেংরাখালী, বাগেরহাটের মংলা ও রামপাল থানার এবং খুলনার কয়রা থানার বাসিন্দা।
এর আগে রোববার সকালে সুন্দরবনের মাইটের খাল থেকে বাগেরহাটের রামপাল থানার ৬ জেলেকে আটক করে। এ সময় আটক জেলেদের ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম দ্য ডেইলি স্টারকে জানান, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করায় জেলেদের আটক করা হয়। তাদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
Comments