নারায়ণগঞ্জে ৩ কিশোরীকে ধর্ষণ, স্বীকারোক্তির পর কারাগারে আসামি

নারায়ণগঞ্জে ৩ কিশোরীকে ধর্ষণ মামলায় স্বীকারোক্তির পর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ৩ কিশোরীকে ধর্ষণ মামলায় স্বীকারোক্তির পর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত মো. আলমগীর ওরফে আলমের (৫৫) বিরুদ্ধে পৃথক ৩টি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী ৩ কিশোরীর মা।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আলমগীর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলে একটি ভাড়াবাড়িতে থাকেন। ওই ভাড়াবাড়িতেই ৩ কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত আলমগীর ও ওই ৩ কিশোরী একই হোসিয়ারি কারখানায় চাকরি করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, বিকেলে তাকে আদালতে নেওয়া হলে একটি মামলায় ধর্ষণের বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আলমগীর। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৮ ডিসেম্বর দুপুরে, ১২ ডিসেম্বর বেলা ১১টায় ও একইদিন দুপুর দেড়টায় আলমগীর ওই ৩ কিশোরীকে কারখানা থেকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় তাদেরকে হত্যার হুমকি দেন আলমগীর।'

'ধর্ষণের বিষয়টি ওই ৩ কিশোরী প্রথমে তাদের কারখানার মালিককে জানায়। পরে মালিক তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর কিশোরীদের স্বজনরা অভিযুক্তকে ধরে থানায় নিয়ে এসে মামলা করেন,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'অভিযুক্ত আসামি একটি মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।'

Comments