রান্নাঘরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন, দগ্ধ ৪

রান্নাঘরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলপিজি সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের আগুনে ২ শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে৷

আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইলের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে৷

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ৪ সদস্যের পরিবারটি ভাড়া করা একটি ঘরে থাকতেন৷ সিলিন্ডারের লিকেজ থেকে রান্নাঘর ও ঘরে গ্যাস জমে যায়৷ সকালে দেশলাই থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে ঘরের সবাই দগ্ধ হন৷

দগ্ধরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দার জাহিদ হাসান (৪০), তার স্ত্রী রুমা বেগম (২৭), পঞ্চম শ্রেণির লাবনী আক্তার (১১) ও দ্বিতীয় শ্রেণির মো. ইয়াসিন (৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, জাহিদ হাসানের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবনীর ২২ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷

দগ্ধ রুমা বেগম জানান, রূপগঞ্জ উপজেলার ডগরগাঁও এলাকা এক কক্ষের একটি ফ্ল্যাটে তারা ভাড়া থাকেন৷ সকালে রান্নাঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই বাতাসে আগুন জ্বলে ওঠে৷ তার চিৎকার শুনে এগিয়ে আসলে স্বামী ও দুই সন্তানও দগ্ধ হন৷ পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন৷

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago