৭২ ঘণ্টা পরও উদ্ধার হননি টেকনাফে অপহৃত ৮ জন

অপহরণের পর ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৮ জনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত রোববার রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বলে অভিযোগ আছে।

অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, পরস্পরের নিকটাত্মীয় ৮ জন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে জনপ্রতি ৩ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

অপহৃতরা হলেন জাহাজপুরা এলাকার আবছার উদ্দিন, ছৈয়দ নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।

অপহৃতদের পরিবারের সদস্যরা আরও বলেন, সোমবার রাতেও অপহরণকারীরা মুক্তিপণের টাকা দাবি করছিল। মঙ্গলবার সকাল থেকে তাদের সঙ্গে আর মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় স্বজনেরা শঙ্কিত হয়ে পড়েছেন।

অপহৃত করিম উল্লাহ ও নুরুল মোস্তফার বড় ভাই মোহাম্মদ আলী আজ সকালে বলেন, 'অপহরণকারীরা প্রথমে জনপ্রতি তিন লাখের বেশি মুক্তিপণ দাবি করছিল। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার দুই ভাইয়ের মুক্তির জন্য মোট এক লাখ টাকা দাবি করা হয়। এর পর থেকে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি।'

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ৮ জনকে অপহরণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাদের কাউকে উদ্ধার করতে পারেনি। এর আগেও পাহাড়ি এলাকায় বিভিন্ন সময় অপহরণের শিকার হয়েছে স্থানীয় লোকজন। কেউ কেউ মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. মশিউর রহমান আজ দুপুরে বলেন, পুলিশ বিরতিহীনভাবে পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

50m ago