মুক্তি পেয়েছেন অপহৃত ৫ চবি শিক্ষার্থী

অপহরণের শিকার চবির পাঁচ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফেরার পথে অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা, মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো।

মুক্তি পাওয়া দিব্যি চাকমার মা ভারতী দেওয়ানও তার মেয়েকে ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

রিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সদস্য বলে জানা গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিপি জানায়, গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে।

পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা ব্যাপক জনরোষের মুখে পড়ে কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে, তারা এখন কোথায় আছে, কীভাবে আছে, তা আমরা জানি না।'

দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান ডেইলি স্টারকে বলেন, 'আমরা আমাদের মেয়েকে পেয়েছি। কখন ছেড়ে দেওয়া হয়েছে, সেটা বলতে পারব না। দিব্যি নিজের মতো করে চলে এসেছে। মেয়ে এখন বাড়িতে আছে। অন্যদের কথা আমি বলতে পারব না।'

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, 'আমরা গতকাল থেকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি তথ্য জানতে পারছি। আজ পিসিপি পাঁচজনের মুক্তির বিষয়টি জানিয়েছে। এখন আমরাও বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি।'

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago