আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাতাল শ্রমিক নিহত

আজ ভোরে আশুগঞ্জ রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার পরপরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চাতাল শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার ভোরে আশুগঞ্জ রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম আশুগঞ্জের একটি চাতাল কলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলা সদর উপজেলার মঙ্গলপুর এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ভোররাত সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি নেয়। ট্রেনের পেছনের কামরা থেকে প্লাটফর্মের অনেক বাইরে নামেন ২ যুবক। নামার সঙ্গে সঙ্গেই তারা ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় মিজানুর সঙ্গে থাকা সব কিছু ছিনতাইকারীকে দিয়ে দেন। তবে নাঈম জিনিসপত্র দিতে অপারগতা প্রকাশ করায় ছিনতাইকারী তার গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা নাঈমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

51m ago