পেছনের ৫ বগি ফেলে স্টেশনে ঢুকল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে ৫টি বগি পেছনে রেখেই ঢাকার উদ্দেশে ছুটে গেছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন।
আজ সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এ ঘটনা ঘটে।
ট্রেনটির পরিচালক (গার্ড) কেএম শাহীনুর ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
শাহীনুর ইসলাম বলেন, 'বিকেল সোয়া ৫টার দিকে মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির ট ও ঠ কোচ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পেছনের ৫টি বগি আলাদা হয়ে যায়।'
এ কারণে ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে ঢুকলেও পেছনের বগিগুলো ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মাঝপথে আটকে থাকে। পরে রেলওয়ের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।
তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
Comments