আশুলিয়ায় আগুনে পুড়লো মামলার জব্দ আলামত

সাভারের আশুলিয়া থানা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করা ৯টি পুরোনো গাড়ি পুড়ে গেছে।
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়া থানা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করা ৯টি পুরোনো গাড়ি পুড়ে গেছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া থানার (পুরাতন) সামনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে অরক্ষিতভাবে রাখা হতো বিভিন্ন মামলার আলামত।

ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার পরে দ্রুত গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আনোয়ার হোসেন জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। যেহেতু সড়কের পাশে গাড়িগুলো রাখা ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

যোগাযোগ করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক (আলামত রক্ষণাবেক্ষণ) আউয়াল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। পুরোনো ৯টি গাড়ির আংশিক অংশ পুড়ে গেছে। ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments