রংপুর সিটি নির্বাচন

রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হবে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি নির্বাচন
সোমবার সকালে রংপুর পুলিশ লাইনের মাঠের সমাবেশ। ছবি: কংকন কর্মকার

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, এখন পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সংক্রান্ত সবকিছুই শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীকালের নির্বাচনও শান্তিপূর্ণ হবে।

আজ সোমবার সকালে রংপুর পুলিশ লাইনের মাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নির্বাচন সফল করতে পুলিশ সদস্যদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা আপনাদের ওপর আস্থা রাখছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বে অবহেলা হলে ডিপার্টমেন্ট কোনো দায় নেবে না, কাজেই নির্বাচনী বিধির মেনে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।'

'যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে, তাহলে কোন ছাড় দেওয়া হবে না,' বলেন তিনি।

এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূর আলম বলেন, 'যদি কোনো সদস্য নিয়ম-শৃঙ্খলা ব্যত্যয় ঘটায় সেই দায় তাদের ডিপার্টমেন্ট নেবে না। পুলিশ সদস্যদের কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করার অনুরোধ করছি। এ ধরনের কোনো ছবি-ভিডিও ভাইরাল হলে সেই সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

ওই সমাবেশ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি ও ভোটের সরঞ্জামাদি বিতরণ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ২২৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

সকাল থেকে রংপুর পুলিশ লাইনের মাঠে রংপুর ও রাজশাহী রেঞ্জের বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ব্যাংকের পুলিশ সদস্যরা মাঠে জমা হয়। তারা কেন্দ্রগুলোর দায়িত্ব বুঝে নিতে সেখানে উপস্থিত হন। সঙ্গে ছিলেন আনসার সদস্যরা।

আগামীকাল রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মোট ৯জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনের প্রচারণা গতকাল রোববার রাত ১২টায় শেষ হয়ে গেছে। এবার রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago