ইতিহাসের সাক্ষী হতে ভোর ৫টায় মেট্রো স্টেশনে

দেশে প্রথমবারের মতো চালু হলো মেট্রোরেল। ইতিহাসের সাক্ষী হতে অনেকে ভোর থেকেই মেট্রোরেলের স্টেশনগুলোতে ছুটে আসেন। উত্তরা নর্থ স্টেশন ও আগারগাঁও স্টেশনে দেখা যায় যাত্রীদের দীর্ঘ লাইন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই খুশিতে প্রথমবারের মতো মেট্রোরেলে ঘুরতে এসেছেন।
আগারগাঁও স্টেশনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা হয় বেসরকারি চাকরিজীবী কামরুল হাসানের। আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলের প্রথম যাত্রী হওয়ার জন্য ভোর ৫টায় বাড্ডা থেকে আসেন তিনি।
কামরুল হাসান বলেন, 'আজকে আমার অফিস ছিল। আগারগাঁও থেকে মেট্রোরেলের প্রথম যাত্রী হওয়ার জন্য আমি অফিসে ছুটি নিয়েছি। আমার ইচ্ছে পূরণ হয়েছে।'

জহিরুল ইসলাম পরিবার নিয়ে এসেছেন দেশে প্রথমবার মেট্রোরেলে উঠার জন্য।
তিনি বলেন, 'দেশে মেট্রোরেল চালুর ফলে সবাই আনন্দিত। সেই আনন্দের জনেই আমরা এসেছি। আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশন যাবো। আবার সেখান থেকে আগারগাঁও আসবো।'
ডেইলি স্টারের ফটোসাংবাদিক বর্ণনা করেছেন দেশে প্রথমবারের মতো মেট্রোরেলে উঠার অভিজ্ঞতা।
তিনি বলেন, 'আমি লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছি। তারপর কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করে মেট্রোরেলে উঠেছে। সবকিছু সুশৃঙ্খলভাবেই হয়েছি। কোনো ঝামেলা নেই। ১০ মিনিটেই আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশনে পৌঁছেছি। মেট্রোরেলে উঠার যে স্বপ্ন ছিল তা পূরণ হয়েছে।'
'আজকে যে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ দেখলাম এটি ধরে রাখতে পারলে যে স্বপ্ন নিয়ে মেট্রোরেল হয়েছে তার সুফল আমরা পাবো এবং আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো,' তিনি যোগ করেন।
মেট্রোরেলে ভ্রমণ করতে মেট্রো স্টেশনে আসেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা অধিনায়ক মো. মহসিন।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'একজন হুইলচেয়ার ব্যবহারকারী মেট্রোরেলে কী ধরনের সুবিধা পাবে তা দেখতেই মূলত আমি এসেছি। আমি কারো কোনো সহযোগিতা না নিয়েই সবকিছু একা একা করতে পারি। অত্যন্ত সুন্দরভাবে সবকিছুর ব্যবস্থা আছে এখানে।'
এদিকে মেট্রোরেলের যাত্রীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে আগারগাঁও স্টেশনে ভোর থেকে বেশ কয়েকটি বিআরটিসির বাস দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকাল ১১টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুপুর ১টা ৫২ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রী হিসেবে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো সকাল ৮টা ১৫ মিনিটে উত্তর নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশ্যে ছেড়ে আসে।
Comments