নিকুঞ্জে সিডিসি ভবনের নবম তলায় আগুন

নিকুঞ্জে একটি বহুতল ভবনের নবম তলায় আগুন জ্বলছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার নিকুঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ তলা ওই ভবনের নবম তলায় আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে কাজ শুরু করেন।'

সিডিসি টাওয়ার নামের ওই ভবনের নবম তলায় সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেল অবস্থিত।

কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, কলেজের হোস্টেলে আগুন লেগেছে। তবে আগুন লাগের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে পেরেছেন।

Comments

The Daily Star  | English

SC chamber judge halts HC stay on Ducsu election

The High Court order staying the polls until Oct 30 halted within an hour

8m ago