মৌলভীবাজারে মেরামত শেষে ফের ভেঙে পড়ল চৈত্রঘাট সেতু

গত ১২ দিন ধরে মেরামত শেষে চালু হতে না হতেই কয়লাবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। ছবি: স্টার

কমলগঞ্জ-মৌলভীবাজার জেলা সদরে যাতায়াতের চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর ওপর নির্মিত সেতু ফের ভেঙে পড়েছে। গত ১২ দিন ধরে মেরামত শেষে চালু হতে না হতেই কয়লাবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে।

আজ শুক্রবার ভোরে সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকেলে সেতুটি ভেঙে পড়েছিল। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে গতকাল বিকেলে ভারী যানবাহন ছাড়া হালকা যান চলাচলের অনুমতি দেয়। সেদিন বিকেল থেকে হাল্কা যান চলাচল শুরু হলেও সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যায় কয়লাবোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় সেটি ভেঙে পড়ে। এরপর থেকে মৌলভীবাজারের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প সড়কে চা বাগান ঘুরে যানবাহন চলছে। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের লোকজন ট্রাকটি আটক করে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে কয়লাবোঝাই ট্রাক সেতু পারাপারের সময় পুনরায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। জরুরিভিত্তিতে মেরামতের কাজ চলছে। থানায় একটি ডায়েরিও করা হয়েছে। এই স্থানে নতুন সেতুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।'

উল্লেখ্য, ১৯৮৮ সালে ধলাই নদীর ওপর চৈত্রঘাট এলাকায় সেতুটি নির্মিত হয়। মৌলভীবাজার জেলা শহর ছাড়াও শমশেরনগর চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক ও সেতু। কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার ৩ ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ও সেতু দিয়ে যাতায়াত করেন।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago