২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ

সড়ক দুর্ঘটনায় নিহত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

২০২২ সালে ৬ হাজার ৭৪৯ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ হাজার ৯৫১ জন নিহত ও অন্তত ১২ হাজার ৩৫৬ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এই হতাহতের সংখ্যা গত ৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

তিনি আরও জানান, এ ছাড়াও ২০২২ সালে ৬০৬টি রেল সংক্রান্ত দুর্ঘটনায় অন্তত ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন।

সমিতির হিসাবে, একই সময়ে নৌপথে ২৬২টি দুর্ঘটনায় অন্তত ৩৫৭ জন নিহত, ৩১৮ জন আহত হয়েছেন। নিখোঁজ আছেন অন্তত ৭৪৩ জন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

14m ago