‘আ. লীগ সংবিধানকে কাটাছেঁড়া করে দলীয় বইয়ে পরিণত করেছে’

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

'আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিনাভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের দলীয় বইয়ে পরিণত করেছে।'

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'সরকার সংবিধানের কিছু ধারা এমনভাবে পরিবর্তন করেছে, সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোনো সংসদে পরিবর্তন করা যাবে না। এ ধরণের ধারা সংবিধানে যুক্ত করা সম্পূর্ণ বেআইনি। তাই বিএনপি ২৭ দফা দাবিতে সংবিধান সংস্কার কমিশন করার কথা বলেছে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ-বিপক্ষসহ জঙ্গি ও সন্ত্রাসবাদের অজুহাতে জাতিকে ২ ভাগে বিভক্ত করেছে। বিএনপি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে রংধনুর ৭ রংয়ের মতো রেইনবো ন্যাশনের মাধ্যমে বাংলাদেশ গড়বে।'

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল বলেন, 'অবৈধ শাসনের সিংহাসন ভেঙে পড়ার দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে জাতি। শেখ হাসিনা যদি পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায় নিয়ে ভেবে থাকেন যে এই পুলিশ তাকে রক্ষা করবে, তাহলে তিনি ভুল করছেন। কারণ, এই পুলিশ বাহিনী তার পতন ঠেকাতে পারবে না।'

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago