১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হয়।

এর আগে সকাল থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। ইতোমধ্যে হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান প্রমুখ।

গণ-অবস্থান কর্মসূচির মঞ্চ। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

বিএনপির কর্মসূচি ঘিরে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে জলকামান ও সাঁজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের গণঅবস্থান কর্মসূচি থেকে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সময়ে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা ও ফরিদপুরে গণঅবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago