নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
বিএনপির গণ-অবস্থান কর্মসূচি
বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ দৃশ্য দেখা গেছে।

সকাল ১০টায় শুরু হয়ে এই কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। তারা দলের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিএনপির গণ-অবস্থান কর্মসূচি
বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের অবস্থান। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নাইটিংগেল ও ফকিরাপুল মোড়ে জলকামান ও সাঁজোয়া নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের গণ-অবস্থান কর্মসূচি থেকে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সময়ে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা ও ফরিদপুরে গণ-অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Comments