চট্টগ্রামে সিআরবিতে গণঅবস্থানে বিএনপি নেতাকর্মীরা

চট্টগ্রামের সিআরবি এলাকায় চলছে গণ-অবস্থান কর্মসূচি। ছবি: রাজীব রায়হান/স্টার

বিএনপি ঘোষিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রামের সিআরবি এলাকায় চলছে গণঅবস্থান কর্মসূচি।

আজ বুধবার সকাল থেকে নগরীর ৪১টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিআরবি এলাকায় আসতে শুরু করেন।

ছাত্রদল, যুবদল ও বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাকর্মীদের স্লোগানে ‍মুখরিত হয়ে ওঠে সিআরবি এলাকা।

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের বলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, কেউ যেন সুযোগ নিতে না পারে।'

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নোবেল চাকমা বলেন, 'বিএনপির কর্মসূচিকে ঘিরে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago