বিচিত্র দিবস

আজ পোষা প্রাণীকে পোশাক পরানোর দিন

আজ পোষা প্রাণীকে পোশাক পরানোর দিন
রয়টার্স ফাইল ফটো

অনেকের শখ বাড়িতে প্রাণী পোষা। এসব পোষা প্রাণীর আবার শ্রুতিমধুর নামও থাকে। সেই নাম ধরে ডাকলে  নানা অঙ্গভঙ্গিতে উত্তরও দেয়। আমরাও তাদের যত্নআত্তি করি অনেক। যত্নতো প্রতিদিনই নেওয়া হয়, আজ না হয় একটি পোশাক পরিয়ে একটু বেশি যত্ন নিলেন। পোষা বিড়ালটির মাথায় একটি ক্যাপ, কুকুরের গায়ে সোয়েটারে বা ছোট প্যান্ট- ভাবুন তো কত সুন্দর লাগবে!

কেন আজ পোষা প্রাণীকে পোশাক পরানোর কথা উঠছে? তার কারণ আজ 'পোষা প্রাণীকে পোশাক পরানো দিবস' বা 'ড্রেস আপ ইওর পেট ডে'। দিবসটি মূলত বাড়ির সেই ছোট লোমশ বন্ধুটির জন্য উদযাপন।

বিড়াল, কুকুর, পাখি বলে ওদের কী ফ্যাশন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তাই আজ পোষা প্রাণীটিকে একটি পোশাক পরিয়ে ফ্যাশনেবল করে তুলুন। তারপর ছবি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করে দিন। তাহলে দিনটি স্মৃতি হিসেবে থাকল, আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করাও হলো। তারাও জানলো আপনার একটি বিড়াল বা কুকুর বা পাখি বা অন্যকোনো প্রাণী আছে।

২০০৯ সালে পোষা প্রাণীর ফ্যাশনের এই দিবসটির প্রচলন করেন প্রাণী বিশেষজ্ঞ কলিন পেইজ। তিনি মূলত পোষা প্রাণী এবং তাদের মালিকদের একসঙ্গে সময় কাটাতে উত্সাহিত করতে দিবসটি চালু করেছিলেন। তিনি এটাও চেয়েছিলেন আমরা যেন বাড়ির পোষা প্রাণীটিকে নিয়ে আরও সচেতন হয়।

দিনটি উদযাপনের একটি সহজ পরামর্শ হলো- আপনি নিজে কোনো পোশাকের ডিজাইন করুন। তারপর আপনার প্রিয় পোষা প্রাণীটিকে পরিয়ে দিন। এতে আপনার ভিতরে লুকিয়ে থাকা ফ্যাশন ডিজাইনের বিষয়টিও প্রকাশিত হবে। আবার পোষা প্রাণীটি একটি পোশাকে পাবে এবং দিবসটিও উদযাপন হয়ে যাবে। সবমিলিয়ে একের মধ্যে তিন।

তবে, পোশাক যেন অবশ্যই নিরাপদ ও আরামদায়ক হয়। কোনো প্রাণীকে জোর করে পোশাক পরানো উচিত হবে না, কারণ এতে তার জন্য অস্বস্তি তৈরি হবে। এছাড়া, পোশাক পরানোর সময় অবশ্যই নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে। কোনোভাবেই যেন তার শ্বাস নিতে কষ্ট না হয়। প্রয়োজনে ঢিলা পোশাক পরান এবং বোতামগুলো খুলে রাখুন।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

5h ago