করোনাভাইরাস

চীনে ১ মাসে ‘করোনাজনিত’ রোগে ৬০ হাজার মৃত্যু

চীনে গত এক মাসে ‘করোনাজনিত’ রোগে অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
চীনে করোনাজনিত মৃত্যু
চীনের সাংহাইয়ের এক হাসপাতালের জরুরি বিভাগে করোনা রোগী। ৫ জানুয়ারি ২০২৩। ছবি: রয়টার্স

চীনে গত এক মাসে 'করোনাজনিত' রোগে অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীন সরকারের 'শূন্য করোনা' নীতি তুলে নেওয়ার পর থেকে এক মাসে এতো সংখ্যক মানুষের মৃত্যুর কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চীনের কর্মকর্তারা জানিয়েছেন—'করোনাজনিত' রোগে গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে।

অনেকের মতে, হাসপাতাল ও শব পোড়ানোর স্থানগুলোয় ভিড়ের তুলনায় মৃত্যুর এই সংখ্যা সামঞ্জস্যপূর্ণ নয়।

মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত মৃত্যুর কথা চীন সরকার উল্লেখ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'করোনাজনিত' মৃত্যুর বিষয়ে চীন সরকারের বক্তব্যের সমালোচনা করেছে। তবে চীন সরকার বলেছে, তাদের দেওয়া তথ্য 'সঠিক'।

চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে চীনের হাসপাতালগুলোয় সংকটাপন্ন করোনা রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়ে গিয়েছিল। যদিও এখনো রোগীর সংখ্যা অনেক বেশি।

কর্মকর্তারা গণমাধ্যমটিকে জানিয়েছেন, গ্রামাঞ্চলে করোনা পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্তের পাশাপাশি সবচেয়ে ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Comments