‘শীতের পাখি বিএনপির পায়ে শিকল পরিয়ে দিতে হবে’

হাছান মাহমুদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

শীতের পাখি বিএনপির পায়ে শিকল পরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিবেদন দিয়েছে, বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতির দেশ। আমরা যখন সরকার গঠন করি ২০০৯ সালে, তখন ছিলাম ৬০তম অর্থনীতির দেশ। আজকে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আরও ২৫টি দেশকে পেছনে ফেলে আমরা ৩৫তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছি। বিএনপি ক্ষমতায় থাকলে ৬০ থেকে ১০০ নম্বরে নেমে যেতাম।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ভবিষ্যতে আসবে না, ইনশাল্লাহ। আবারও নৌকার বিজয় হবে। সুতরাং বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কিন্তু তারা ষড়যন্ত্র বন্ধ করেনি।'

'আমাদের নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ থেকে ১৪ বছর আগে রংপুর-সৈয়দপুরের ছবির সঙ্গে আজকের ছবি মিলিয়ে দেখেন। এই পরিবর্তন কোনো জাদুর কারণে হয়নি, হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। শীতের পাখি বিএনপি যদি আসে, তাহলে তাদের পায়ে শিকল পরিয়ে দিতে হবে। ভোট দেওয়া যাবে না,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

2h ago