ছবিতে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের অ্যাকশন। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আজ সোমবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও শটগানের গুলি চালায়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এসময় সড়কে আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে গেছে পুলিশকে।

বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। ছবি: মিজানুর রহমান/স্টার
একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: রাজিব রায়হান/স্টার
কাজীর দেউরি এলাকায় পুড়ছে মোটরসাইকেল। ছবি: রাজিব রায়হান/স্টার
লেগুনার ভেতর পুলিশ দেখে চড়াও হন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ। ছবি: রাজিব রায়হান/স্টার
পুলিশের গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ। ছবি: সংগৃহীত
বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। ছবি: সংগৃহীত
সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি: রাজিব রায়হান/স্টার

 

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

6h ago