বিএনপি উসকানি দিচ্ছে, আমরা কি চুপ করে থাকব: ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা নাশকতার উসকানি দিচ্ছে। আমরা কি চুপ করে থাকব? চুপ করে ললিপপ খাব? জবাব তো দিতে হয়।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ওবায়দুল কাদের৷ ছবি: স্টার

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'তারা নাশকতার উসকানি দিচ্ছে। আমরা কি চুপ করে থাকব? চুপ করে ললিপপ খাব? জবাব তো দিতে হয়।'

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন৷

এর আগে ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করেন মন্ত্রী৷

তিনি বলেন, 'বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায়। কারও সহিংস আন্দোলনের জন্য জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেখানে সরকারের দায়িত্ব আছে। আমরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি করছি না৷ আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি।'

বিএনপি সংঘাত ও সহিংসতার উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷

ওবায়দুল কাদের বলেন, 'তারা নিত্যদিন পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে। তার সমুচিত জবাব আমাদের দিতে হবে। তারা উন্মুক্ত রাজপথে পেয়ে যা খুশি তাই করবে৷ তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে আগ্রহী না৷'

নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে ভোটে বিএনপি জিততে পারবে না বলেও মন্তব্য করেন তিনি৷

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'তারা অসুস্থ, রাজনীতি করতে করতে অসুস্থ হয়ে গেছে৷ আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। সতর্ক অবস্থানে আছি থাকব৷ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে কোনো আপোস নেই। যারা এর বিরুদ্ধে দাঁড়াবে তাদের আমরা প্রতিরোধ করব।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়৷ মঞ্চে প্রধান অতিথি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁয়ের ঐতিহ্যকে ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান৷ জামদানি শিল্পকে আরও উৎসাহের তাগিদ দেন৷

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আবুল হাসেম খাঁন, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম প্রমুখ৷

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

1h ago