দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে যাচ্ছেন মুসুল্লিরা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমাস্থলে হেঁটে যাচ্ছেন মুসুল্লিরা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের অনেককে হেঁটে টঙ্গীর ইজতেমাস্থলে যেতে দেখা গেছে।

গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকায় মুসল্লিরা হেঁটে ইজতেমার ময়দানে আসছেন।

আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী।

সকাল ৯টা থেকে মাওলানা মোশারফ হোসেন তালিম করছেন। এরপর ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী হেদায়েতি বয়ান শুরু করবেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হেদায়েতি বয়ান শেষে হলে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।'

মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানান তিনি।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজর থেকেই গাজীপুর ও ঢাকার আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করছেন।

আখেরি মোনাজাতের জন্য আজ টঙ্গী ও এর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেনি সেসব প্রতিষ্ঠানের কর্মীদের মোনাজাতে অংশ নিতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago