হাস জিজ্ঞেস করুক, বিএনপিতে গণতন্ত্র নেই কেন: কাদের

ওবায়দুল কাদের ও পিটার হাস। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পুরো নেতৃত্বের পদত্যাগ করা উচিত। কারণ, তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ।

আজ রোববার ডিটিসিএ মিলনায়তনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি নেতারা দেশে গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু বিএনপিতেই গণতন্ত্র নেই।'

তিনি বলেন, 'আমি পিটার হাসকে অনুরোধ করব, আপনার কাছে যারা ডেমোক্রেসির কথা বলতে আসে- এই সরকার ডেমোক্রেসিকে ধ্বংস করে দিয়েছে, সেই বিএনপিকে জিজ্ঞেস করুন তাদের ঘরে গণতন্ত্র নেই কেন? দীর্ঘদিন ধরে তাদের সম্মেলন হয় না কেন?'

 

Comments

The Daily Star  | English

Remittance-rich Sylhet ranks poorest in new index

Long seen as the “London of Bangladesh” for its foreign earnings and opulent villas, Sylhet has been dealt a sobering blow. The country’s first Multidimensional Poverty Index (MPI) has revealed that the division is, in fact, the poorest in Bangladesh when measured by access to education, healthc

5h ago