ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে বন্দুক হামলায় নিহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ছবিটি ভিডিও থেকে নেওয়া। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এএফপি জানায়, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে ২ দিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিলেন।

স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ার্স বলেন, 'পুলিশ সদস্যরা শনিবার রাত ১০টা ২০ মিনিটে তারা একটি জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। মন্টেরি পার্ক পুলিশ ফায়ার ডিপার্টমেন্টও সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন।'

'এছাড়া আহত অন্তত ১০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।'

'এ ঘটনায় সন্দেহভাজন কাউকে এখনো শনাক্ত করা যায়নি,' বলেন তিনি।

লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে মন্টেরি পার্ক প্রায় ৮ মাইল (১৩ কিলোমিটার) পূর্ব দিকে অবস্থিত। মন্টেরি পার্কে প্রায় ৬১ হাজার লোক বাস করে, যাদের অধিকাংশই এশিয়ান বা এশিয়ান আমেরিকান।

Comments