কমলাপুরের কুলিরাও এমন ভাষা ব্যবহার করে না: ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাইকোর্ট

জেলা জজকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং ৫ ও ৮ জানুয়ারি বিচারিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে তিরস্কার ও সতর্ক করেছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

জেলা জজকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং ৫ ও ৮ জানুয়ারি বিচারিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে তিরস্কার ও সতর্ক করেছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ বলেন, 'আপনারা (বিচারকের উদ্দেশ্যে) যে ভাষা ব্যবহার করেছেন, তা খুবই অশালীন। এমনকি কমলাপুরের কুলি, এসএসসি পাস করা মানুষরাও এই ধরনের ভাষা ব্যবহার করেন না। আপনাদের আচরণে পুরো আইনজীবী সম্প্রদায় লজ্জিত, আমরা বিব্রত।'

গত ১০ জানুয়ারি দেওয়া সমন অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবী আদালতে হাজির হওয়ার পর বেঞ্চ এ কথা বলেন।

হাইকোর্ট বেঞ্চ বলেছে, এই আদালত অশালীন আচরণের জন্য ২১ আইনজীবীর লাইসেন্স বাতিল করার আদেশ দিতে পারেন।

ওই ২১ আইনজীবীকে তাদের আচরণের ব্যাখ্যা দিতে আগামী ১৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

2h ago