দেবীগঞ্জ ও তেঁতুলিয়ার ২ গ্রাম থেকে ২ মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুনবন্দর ও তেঁতুলিয়া উপজেলার ধানশুকা গ্রাম থেকে খোকন সরকার (৩৫) কামরুল হাসান (৩৫) নামের ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুনবন্দর ও তেঁতুলিয়া উপজেলার ধানশুকা গ্রাম থেকে খোকন সরকার (৩৫) কামরুল হাসান (৩৫) নামের ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে খোকন সরকার নতুনবন্দর গ্রামের দুলাল সরকার ও কামরুল হাসান ধানশুকা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার  সকালে খোকন সরকার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন করতোয়া নদীর পাশে একটি ভুট্টা ক্ষেতে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জামাল হোসেন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোকন সরকারকে হত্যা করা হয়েছে। তার গলায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।'

খোকন সরকারের মৃত্যুর কারণ উদঘাটনের পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি) কাজ করছে বলে জানান তিনি।

এদিকে তেঁতুলিয়া থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, গত সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ধানশুকা গ্রামের কামরুল। আজ দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে চা বাগানের নালায় গাছের পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন নারী।

আবু সাঈদ চৌধুরীর ধারণা, কামরুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কারণ তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর আগে কামরুল নিখোঁজ হওয়ার পর তার ভাই কাবুল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

২টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

 এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments