কেজিতে ৫ টাকা বাড়ল চিনির দাম

চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
চিনি
চিনি। ছবি: সংগৃহীত

চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।

বিএসআরএ জানায়, প্রতি কেজি পরিশোধিত চিনির দাম (খোলা) ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং পরিশোধিত চিনির (প্যাকেটজাত) দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা করা হয়েছে।

আগে খোলা চিনির দাম ছিল ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে বলেও জানিয়েছে বিএসআরএ।

Comments

The Daily Star  | English
Abnormally high-priced purchases by Power Grid Company of Bangladesh

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

13h ago